Khoborerchokh logo

অর্থপাচারকারীর তালিকায় মুসা বিন শমসেরের নাম 170 0

Khoborerchokh logo

ছবি;মুসা বিন শমসের,অর্থ পাচারকারী

খবরের সময় ডেস্ক:
অর্থপাচারকারী ১৪ প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির নামের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তালিকায় বিভিন্ন ব্যবসায়ীসহ রয়েছে মুসা বিন শমসের নাম।  
দুদকের প্রতিবেদনে ১৪ জন পাচারকারীর নাম উঠে এসেছে। এরা হলেন- বারাকা পতেঙ্গা পাওয়ারের ফয়সাল আহমেদ চৌধুরী, সেতু করপোরেশনের পরিচালক উম্মে রুবানা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরী, সিডব্লিউএন এর আজমত মইন। সালমা হক,জোবায়দুল হক,ড. সৈয়দ সিরাজুল হক ও দিলীপ কুমার মোদি। 
এর বাইরেও রয়েছে আব্দুল আউয়াল মিন্টু,তার পরিবারের ৫ সদস্য মুসা বিন সমসেরসহ আরও ২৯ জনের নাম। 
 (৫ ডিসেম্বর)২০২১ইং এ প্রতিবেদনের উপর হাইকোর্টে শুনানি শেষে  পরবর্তী তারিখ ঘোষনা করা হবে ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com